জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ মেধাবৃত্তি পরীক্ষা Jagadis Bose National Science Talent Search (JBNSTS), Kolkata.
(পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা)
১৩০০, রাজডাঙ্গা মেন রোড, কসবা, কলকাতা – 900107
Jagadis Bose National Science Talent Search (JBNSTS)
পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে পশ্চিমবঙ্গে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা
লিখিত পরীক্ষার তারিখ: ২১ আগস্ট, ২০২২ (রবিবার) পশ্চিমবঙ্গের ৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে
আবেদন করা সময়সীমা (অনলাইন/অফলাইন): ১ জুন থেকে ৩১ জুলাই, ২০২২
নির্বাচিত সমস্ত সফল ছাত্র/ছাত্রীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান দিয়ে সম্মানিত করা হবে।
• জুনিয়র বৃত্তি পরীক্ষা: ২০২২ সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে ৭৫% (সামগ্রিকভাবে)/সমতুল্য CGPA মার্কস পেয়ে উত্তীর্ণ হওয়ার পর পশ্চিমবঙ্গের যে কোনও শিক্ষা-প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্র/ছাত্রীদের জন্য।
• জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি: শুধুমাত্র ছাত্রীদের জন্য যারা ২০২২ সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে ৭৫% (সামগ্রিকভাবে)/সমতুল্য CGPA মার্কস পেয়ে উত্তীর্ণ হওয়ার পর পশ্চিমবঙ্গের যে কোনও শিক্ষা-প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পাঠরতা। জুনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমেই এই নির্বাচন করা হবে।
• সিনিয়র বৃত্তি পরীক্ষা: যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২২ সালে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ/পরীক্ষা দিয়েছে এবং মৌলিক বিজ্ঞান (সাম্মানিক/বি এস এম এস)/কারিগরি বিদ্যা/চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনও শিক্ষা-প্রতিষ্ঠানে স্নাতকস্তরে পাঠরত/পড়াশোনা করবে। বিশেষ আকর্ষণ: সিনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম দশজন ছাত্রী ও প্রথম দশজন ছাত্রকে মেধাবৃত্তি ব্যতীত ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে।
● সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি: শুধুমাত্র ছাত্রীদের জন্য, যারা ২০২২ সালে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ/পরীক্ষা দিয়েছে এবং মৌলিক বিজ্ঞান (সাম্মানিক/বি এস এম এস)/কারিগরি বিদ্যা/চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনও শিক্ষা-প্রতিষ্ঠানে স্নাতকস্তরে পাঠরতা/পড়াশোনা করবে। সিনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমেই এই নির্বাচন করা হবে।
আবেদন করার জন্য যোগাযোগ; ওয়েবসাইট: www.jbnsts.ac.in
ই-মেল: [email protected] এবং [email protected]
ফোন নং: ০৩৩ ২৪৪২ ৮২৭০/০৩৩ ২৪৪১৭৫৪২/ 7003112614
Last Date of application form submission : 31st July, 2022
Last Date of application form submission : 31st July, 2022