কলকাতা স্বপ্নরাগ পরিবার ও দমদম মতিঝিল কলেজ-এর যৌথ উদ্যোগে আয়োজিত একদিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্র – ২০২২
সেমিনারের মুখ্য বিষয় :
গ্রিক বাংলা সাহিত্য
আগামী ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার, কলকাতা স্বপ্নরাগ পরিবার ও দমদম মতিঝিল কলেজের বাংলা বিভাগ ও IQAC-র যৌথ উদ্যোগে উক্ত কলেজ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে একদিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্ঠিত হতে চলেছে।
উক্ত সেমিনারে যাঁরা আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যের যেকোনো বিষয় নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করতে চান অঁরা আগামী ১৫/৬/২০২২ তারিখের মধ্যে উপযুক্ত অন্ত্যটীকাসহ ২০০০-২৫০০ শব্দের মধ্যে (শব্দসীমা কঠোরভাবে মান্য) তাঁদের গবেষণা নিবন্ধ পাঠান এই ই-মেলে: [email protected]
দমদম মতিঝিল কলেজ আয়োজিত একদিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্র গ্রিক বাংলা সাহিত্য
লেখাটি অভ্র কী-বোর্ডের কালপুরুষ ফন্টে টাইপ করে pdf ও docs দু’রকম ফাইলে পাঠাতে হবে।
লেখার সঙ্গে নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার ও ই-মেইল আইডি থাকা আবশ্যক।
রচনাটি মৌলিক ও পূর্বে অপ্রকাশিত হওয়া চাই।
বিশেষজ্ঞদের দ্বারা লেখা চূড়ান্তভাবে নির্বাচিত হলে মেলে অথবা হোয়াটসঅ্যাপে তা জানিয়ে দেওয়া হবে।
নির্বাচিত গবেষকগণ পরে ১০০০ টাকার বিনিময়ে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে পারবেন।
অনুষ্ঠানের দিন শংসাপত্র, ISBN যুক্ত সংকলিত গ্রন্থ, অভ্যর্থনা সামগ্রী আয়োজকদের তরফে অংশগ্রহণকারীকে প্রদান করা হবে।
সেই সঙ্গে থাকবে সেমিনারে। প্রবন্ধের উপস্থাপনার সুযোগ।
যোগাযোগ : ৭৬০২৪৭৮০৫২ (মৈত্রেয়ী সরকার) ● ১৭৪৮৬৪০৬৯৪ (অনয় চক্রবর্তী)