UGC and CSIR NET June 2020 postponed

UGC and CSIR NET June 2020 postponed হয়ে গেছে। যে এক্সাম টি নেওয়ার কথা ছিল ১৫ ই জুন থেকে ২০ জুন ২০২০, এই সময়ে।

যে সকল পরীক্ষার্থী প্রস্তুতি নিচ্ছিল জুনে মাসে পরীক্ষা দেওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে Union Human Resource Department Ramesh Pokhriyal আভাস দিয়ে বলেছেন পরীক্ষা postponed হয়ে যাবে।
UGC and CSIR NET June 2020 postponed
UGC and CSIR NET June 2020 postponed

UGC and CSIR NET June 2020

শুধুমাত্র ইউজিসি(UGC) নেট নয় সিএসআইআর (CSIR) নেট ও স্থগিত হয়ে যাবে। এই লকডাউন এর সময়সীমার ও পরিস্থিতির জন্য তারা পরীক্ষার আয়োজন করতে সম্ভব হচ্ছে না।
পরবর্তীতে লকডাউন শেষ হলে সেই মাসেই তারা বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার সময় তারিখ ঘোষণা করবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের বিবৃতি অনুযায়ী তারা মনে করছে জুন মাসের পরীক্ষা পিছিয়ে জুলাই মাসে হতে পারে। তার কারণ অন্য দুটি পরীক্ষা সুচি জুলাই মাসে দেওয়া হয়েছে।
প্রতিবছর দুবার করে নেট পরীক্ষা নিয়ে থাকে। পরীক্ষার্থীরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলো পেতে পরীক্ষায় বসে উত্তীর্ণ হওয়ার জন্য।
পরবর্তী নেট পরীক্ষা ডিসেম্বর মাসে হওয়ার কথা সেটা পূর্বনির্ধারিত সময়সূচী মেনে। যদি জুন মাসের পরীক্ষা পিছিয়ে জুলাই মাসে হয় তাহলে ডিসেম্বর মাসের পরীক্ষাও পিছাতে পারে বলে সম্ভাবনা।

Leave a Reply