রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক আলোচনাসভা “রবীন্দ্রনাথ : জোড়াসাঁকো ও শান্তিনিকেতন”
1 min readরবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক আলোচনাসভা “রবীন্দ্রনাথ : জোড়াসাঁকো ও শান্তিনিকেতন”।
कवीन्द्र भारती
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
৫৬এ বি. টি. রোড, কলকাতা – ৭০০০
আন্তর্জাতিক আলোচনাসভা
শিরোনাম- “রবীন্দ্রনাথ : জোড়াসাঁকো ও শান্তিনিকেতন” ১৬–১৭ মার্চ, ২০২৩
আয়োজক বাংলা বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
স্থান : কবিজননী সারদা সভাকক্ষ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, মরকতকুঞ্জ প্রাঙ্গণ।
কেবলমাত্র অধ্যাপক, শিক্ষক এবং গবেষকগণ আলোচনাসভায় অংশগ্রহণ করতে পারবেন। নাম নথিভুক্তিকরণের জন্য প্রদেয় : অধ্যাপক ও শিক্ষক – ১২০০ টাকা, গবেষক – ৭৫০ টাকা
• নাম নথিভুক্ত করার নিয়মাবলী :
সকল অংশগ্রহণকারীকে প্রথমে নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্ধারিত অর্থমূল্য প্রদান করতে হবে। SBI A/C No. – 30421042767, RBU Campus Branch, Kolkata – 700050. – IFS Code – SBIN0010417, MICR Code 700002313. (কেবলমাত্র অনলাইন মাধ্যমেই অর্থপ্রদান করা যাবে)।
সফলভাবে পেমেন্ট করার পর তার একটি স্ক্রিনশট নিয়ে গুগল ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
আলোচনাসভায় গবেষণাপত্র উপস্থাপনের জন্য গবেষণাপত্রের একটি সংক্ষিপ্তসার বাংলা অথবা ইংরেজী ভাষায় (অনধিক ৩০০ শব্দে, ১৪ ফন্ট সাইজে, শুধুমাত্র PDF ফরম্যাটে) গুগলফর্মের নির্দেশিত স্থানে আপলোড করতে হবে।
বাংলার ক্ষেত্রে সংক্ষিপ্তসারটি অবশ্যই MS Word -এ অভ্র কী-বোর্ডে কালপুরুষ হরফে লিখতে হবে।
সংক্ষিপ্তসারের মধ্যে গবেষণাপত্রের শিরোনাম, অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, চলভাষ, ইমেল আইডি এবং প্রতিষ্ঠানের নাম থাকা আবশ্যক।
নাম নথিভুক্ত করার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩।
আলোচনাসভায় রেজিস্টেশন এবং সংক্ষিপ্তসার ও স্ক্রিনশট আপলোডের জন্য এই লিঙ্কে ক্লিক করুন- https://docs.google.com/forms/d/1Te5dIVL2YN-Elo_RZMebWWdmR8DW2tcWTrYY-DKw7Hs/edit
যোগাযোগ – অধ্যাপক জ্যোৎস্না চট্টোপাধ্যায় (বিভাগীয় প্রধান) : +91 9163354652 ড. সুব্রত মণ্ডল : +91 9433111067, ড. সারদা মাহাতো : +91 9477048437