Bivash Vlog

Find Your Dream Jobs

জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬)

জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) (Jasimuddin)

জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) (Jasimuddin) জসীমউদ্দীন এর ছদ্মনাম, জসীমউদ্দীন এর কাব্যগ্রন্থ, কবি জসিম উদ্দিন এর উক্তি, জসিম উদ্দিন এর প্রথম কাব্যগ্রন্থ, জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয় কেন? কবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা কোনটি? কবি জসিম উদ্দিনের ছেলে মেয়ে।

পল্লিকবি জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস কুমার নদীর তীরে ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান আম্বিকাপুর ) গ্রাম। পুরোনাম জসীম উদ্দীন মোল্লা। পিতা আনসারউদ্দীন মোল্লা।

o ফরিদপুর জেলা স্কুল থেকে মেট্রিক (১৯২১), রাজেন্দ্র কলেজ থেকে আই.এ. (১৯২৩) ও বি.এ. (১৯২৯) পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ. (১৯৩১) ডিগ্রি লাভ করেন।

o এম. এ. শ্রেণিতে অধ্যয়নকালে ড. দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পল্লিগীতি সংগ্রাহক পদে নিয়োগ লাভ করেন।

০ ১৯৩১-৩৭ পর্যন্ত ড. দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে কর্মরত ছিলেন।

o ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৪৩ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন।

o ১৯৪৪ সালে বঙ্গীয় প্রাদেশিক সরকারের পাবলিসিটি বিভাগের অফিসার হিসেবে নিযুক্ত হন। দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের Additional Song publicity Organizer পদে যোগদান করেন। ১৯৬২ সালে প্রচার বিভাগের ডেপুটি ডিরেক্টর পদ থেকে অবসর গ্রহণ করেন।

o প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ছিলেন। ষাটের দশকের শেষের দিকে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রসংগীত বন্ধের পদক্ষেপ নিলে তিনি তীব্র বিরোধীতা করেন।

o ১৯৭৬ সালের ১৩ মার্চ মৃত্যুবরণ করেন। তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ) ফরিদপুরের আধিকাপুরে দাদীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

সাহিত্যকর্ম

• ১৯২১ সালে মোসলেম ভারত পত্রিকায় ‘মিলন গান‘ কবিতাটি প্রকাশিত হয়। এটি তাঁর প্রথম প্রকাশিত কবিতা।

• রাখালী (১৯২৭) প্রথম কাব্য গ্রন্থ।

• নক্সী কাঁথার মাঠ (১৯২৯) তাঁর শ্রেষ্ঠ রচনা। এর প্রধান চরিত্র রূপাই ও সাজু। E.M. Millford গ্রন্থটি Field of the Embroidery Quilt শিরোনামে অনুবাদ করেন।

• বালুচর (১৯৩০)

• ধানক্ষেত্র (১৯৩৩)

• সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)। এ কাব্যের প্রধান চরিত্র সোজন ও দুল । এ কাহিনিকাব্যটি ইউনেস্কোর উদ্যোগে Gypsy Wharf (1969) শিরোনামে অনূদিত হয়।

• পবর্তী (১৯৪৬)

• মাটির কান্না (১৯৫৮)

• সুচয়নী (১৯৬১, নির্বাচিত কবিতা সংকলন),

• মা যে জননী কান্দে (১৯৬৩)।

বিখ্যাত কবিতা-

• ‘কবর‘। বি.এ. ক্লাসে অধ্যয়নকালে রচনা করেন। ১১৮ লাইনের কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কবিতাটি ‘রাখালী‘ কাব্যগ্রন্থের অন্তর্গত। করোল পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর ছাত্রাবস্থায়ই এ কবিতাটি মাধ্যমিক পর্যায়ে পাঠ্য করা হয়েছিল।

আসমানী। এ কবিতাটি কবির এক পয়সার বাঁশি কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত। আসমানী একটি বাস্তব চরিত্র। জসীম উদ্দীনের ভাই সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক নুরুদ্দিন আহমেদের শ্বশুর বাড়ি ছিল আজকের ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। সেখানে বেড়াতে গিয়ে কবি আসমানীর দেখা পান এবং সেখানে বসেই ‘আসমানী‘ কবিতা রচনা করেন। ২০১২ সালের ১৮ আগস্ট ৯৭ বছর বয়সে আসমানী মারা যায়।

উপন্যাস

• বোবা কাহিনী (১৯৬৪)। ফরিদপুরের একটি বিশেষ অঞ্চলের জীবনচিত্র এ উপন্যাসের উপজীব্য। উপন্যাসের নায়ক আজাদের এক ছিন চাষীসন্তান। বাল্যকাল থেকে লাঞ্ছনা বঞ্চনা তার নিত্যসঙ্গী। তবুও সে স্বপ্ন দেখে সুখী জীবনের কিন্তু নানা প্রতিকূলতায় তার স্বপ্ন বাস্তবায়ন হয় না।

• বউটুবানির ফুল (১৯৯০)

• বাঙালির হাসির গল্প। এ গ্রন্থটি ইউনেস্কোর উদ্যোগে Folk Tales of Bangladesh নামে অনূদিত হয়।

• পদ্মাপাড় (১৯৫০)

• বেদের মেয়ে (১৯৫১)

• মধুমালা (১৯৫১) • পল্লীবধূ (১৯৫৬)

• গ্রামের মায়া (১৯৫৯)।

o শিশুতোষ গ্রন্থ

• হাসু (১৯৩৮)

• এক পয়সার বাঁশি (১৩৫৬)

• ডালিমকুমার (১৯৫১)

o ভ্রমণকাহিনি

• চলে মুসাফির (১৯৫২)

• হলদে পরীর দেশে (১৯৬৭, এর জন্য ইউনেস্কো পুরস্কার লাভ ) * যে দেশে মানুষ বড় (১৯৬৮)

• জার্মানির শহরে ও বন্দরে (১৯৭৬)

o স্মৃতিকথা

• যাদের দেখেছি (১৯৫২)

• ঠাকুর বাড়ির আঙিনায় (১৯৬১)

• জীবন কথা (১৯৬৪)

• স্মৃতিপট (১৯৬৮)।

0 গানের সংকলন

• রঙ্গিলা নায়ের মাঝি (১৯৩৫)

• গাঙ্গের পাড় (1968)

• জারিগান (১৯৬৮)

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডি.লিট ডিগ্রি (১৯৬৯) লাভ।

• একুশে পদক লাভ (১৯৭৬) করেন।

জেনে রাখা ভাল

o ব্যারিস্টার মওদুদ আহমদ তাঁর জামাতা।

গ্রন্থপরিচিতি

নক্সীকাঁথার মাঠ – জসীমউদদীনের অমর সৃষ্টি ‘নক্সীকাঁথার মাঠ‘। নক্সী কাথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতির অবিনশ্বর প্রেম কাহিনি।

নক্সী কাথার মাঠ-এর নায়ক রূপাই গাঁয়ের ছেলে, কৃষ্ণকায়, কাঁধ পর্যন্ত চুল এবং প্রসিক লাঠিয়াল। রুপাইর সঙ্গে সাজুর ভালবাসা হয় এবং পরে বিয়ে করে সংসার শুরু করে। কিছুদিন পর বনগেঁয়োদের সাথে লড়াই করে খুনের আসামী হয়ে ফেরারী হয়।

সাজু রূপাইয়ের অপেক্ষায় থেকে সমস্ত অতীত স্মৃতি সুই-সুতা দিয়ে কাঁথার ওপর ফুটিয়ে তুলতে থাকে। কাঁথা বোনা শেষ হলে সেটা মায়ের হাতে তুলে দিয়ে বলে আমার কবরের উপর এ কাঁথাটা বিছিয়ে দিও আর রূপাই যদি কোন দিন আমার খোঁজে আসে তাকে বিলো আমি তার আশায় কবরের নিচে আছি। বহুদিন পর গাঁয়ের কৃষকরা গভীর রাতে বেদনার্ত এক বাশীর সুর শুনতে পায়, আর ভোর দেখে সাজুর কবরের পাশে এক ভিনদেশি লোক মরে পড়ে আছে।

এ কাব্যগ্রন্থের কপাই চরিত্রটি বাস্তবের এক ব্যক্তিকে উপজীব্য করে নেওয়া। যার প্রকৃত নাম রূপা। তার বাড়ি ময়মনসিংয়ের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে। ১৯২৮ সালের শেষ দিকে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে জসীমউদদীন গফরগাওয়ে এসেছিলেন। সেখানেই রূপার সাথে পরিচয়।

FAQ : জসীমউদ্দীনকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ
প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কানটি?

উত্তরঃ এক পয়সার বাঁশি

প্রশ্নঃ তাম্বুলখানা গ্রামে জন্মেছিলে কোন কবি?

উত্তরঃজসীমউদ্দীন

প্রশ্নঃ ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?

উত্তরঃ কাব্য

প্রশ্নঃ ‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও’- পংক্তিটি কোন কবির লেখা?

উত্তরঃ জসীমউদ্দীন

প্রশ্নঃ “The filed of embroidered quilt” : কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ?

উত্তরঃ নকশীকাঁথার মাঠ

প্রশ্নঃ কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি?

উত্তরঃ ১৯০৩-১৯৭৬ইং

প্রশ্নঃ “বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ।” পংক্তিটির রচয়িতা কে?

উত্তরঃজসীমউদ্দীন

প্রশ্নঃ জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ কল্লোল

প্রশ্নঃ ‘বোবা কাহিনী’ জসীমউদ্‌দীনের কোন ধরনের রচনা?

উত্তরঃউপন্যাস

প্রশ্নঃ জসীমউদ্‌দীন ‘কবর’ কবিতা রচনার সময়ে-

উত্তরঃ কলেজে পড়েন

প্রশ্নঃ ‘ধানক্ষেত’ কাব্যটি কে লিখেছেন?

উত্তরঃজসীমউদ্দীন

প্রশ্নঃ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে

উত্তরঃ নকশীকাঁথার মাঠ

প্রশ্নঃ ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তরঃ মাত্রাবৃত্ত

প্রশ্নঃ পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন—

উত্তরঃ ফরিদপুরে

প্রশ্নঃ ‘নক্সী কাঁথার মাঠ’ এর রচয়িতা কে?

উত্তরঃ জসীমউদ্দীন

প্রশ্নঃ কোনটি জসিম উদ্দীনের লেখা?

উত্তরঃ বোবা কাহিনী

প্রশ্নঃ জসীমউদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থের প্রকাশকাল কত?

উত্তরঃ ১৯২৭

প্রশ্নঃ জসীমউদ্‌দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদেন কত সালে?

উত্তরঃ ১৯৩৮

প্রশ্নঃ ‘রাখালী’ কাব্য কার লেখা?

উত্তরঃ জসীমউদ্দীন

প্রশ্নঃ জসীমউদ্দীন তার বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন?

উত্তরঃ কাজল গাঁয়ে

প্রশ্নঃ কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একট ছাত্রাবাসের নামকরণ হয়েছে?

উত্তরঃ জসীম উদ্দীন

প্রশ্নঃ কবি জসিমউদ্দিন রচতি কাব্য কোনটি?

উত্তরঃ রাখালী

প্রশ্নঃ ‘কবর’ কবিতার লেখক কে

উত্তরঃ জসীমউদ্দীন

প্রশ্নঃ জসিমউদ্দীন রচিত গাথাকাব্য কোনটি?

উত্তরঃ সোজন বাদিয়ার ঘাট

প্রশ্নঃ ‘কবর’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?

উত্তরঃ রাখালী

প্রশ্নঃ জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃ রাখালী

প্রশ্নঃ জসীমউদ্‌দীন রচিত উপন্যাস কোনটি?

উত্তরঃ বোবা কাহিনী

প্রশ্নঃ জসীম উদ্দীনের শ্রেষ্ঠকাহিনীকাব্য কোনটি?

উত্তরঃ সকিনা

প্রশ্নঃ জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন?

উত্তরঃ তরমুজ

প্রশ্নঃ পল্লীকবি জসীমউদ্‌দীনের পল্লীগানসমূহ সংকলিত হয়েছে কোন গ্রন্থে?

উত্তরঃ রাখালী

প্রশ্নঃ কবি জসীমউদ্দীন রচিত কাব্য কোনটি?

উত্তরঃ রাখালী

প্রশ্নঃ ‘রঙ্গিলা নায়ের মাঝি’ এর লেখক হলেন-

উত্তরঃ জসীমউদ্দীন

প্রশ্নঃ ‘নকশী কাঁথার মাঠ’ বইয়ের লেখক কে?

উত্তরঃ কবি জসীম উদ্দীন

প্রশ্নঃ ‘বেদের মেয়ে’ গীতিনাট্য কে লিখেছেন?

উত্তরঃজসীমউদ্দীন

প্রশ্নঃ ‘পদ্মাপার’ নাটকটির রচয়িতা কে?

উত্তরঃ জসীমউদ্দীন

প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হলো-

উত্তরঃ প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ

প্রশ্নঃ ‘কবর’ কবিতাটির রচয়িতা কে?

উত্তরঃ জসীমউদ্দীন

প্রশ্নঃ ‘কবর’ কবিতায় কতটি পঙক্তি রয়েছে?

উত্তরঃ ১১৮টি

প্রশ্নঃ জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের কোন তারিখে?

উত্তরঃ ১৩ মার্চ

প্রশ্নঃ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্‌দীনকে ডি.লিট ডিগ্রি প্রদান করেন কত সালে?

উত্তরঃ ১৯৬৯

প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃ রাখালী

প্রশ্নঃ ‘সোজন বাদিয়ার ঘাট’ এর রচয়িতা কে?

উত্তরঃ জসীম উদ্দীন

প্রশ্নঃ পল্লীকবি মৃত্যুবরণ করেন কোথায়?

উত্তরঃ ঢাকায়

প্রশ্নঃ জসিম উদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়?

উত্তরঃ ফরিদপুর

প্রশ্নঃ কোনটি জসীম উদ্দীনের নাটক-

উত্তরঃ বেদের মেয়ে


প্রশ্নঃ জসিম উদ্দিন কি হিসেবে সমধিক পরিচিত?

উত্তরঃ জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ – ১৩ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। ‘পল্লীকবি’ উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।

প্রশ্নঃ কবি জসীমউদ্দিন এর বাড়ি কোথায়?

উত্তরঃ ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর রেলষ্টশনের উত্তরে কুমার নদীর দক্ষিণে গোবিন্দপুর গ্রামে পল্লী কবি জসীম উদ্দীনের বাড়ি। বাড়িতে চারটি পুরাতন টিনের চালা ঘর রয়েছে। কবির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত ঘরগুলোতে সংরক্ষিত রয়েছে। কবির বিভিন্ন লেখা বাড়ীর চত্ত্বরে প্রদর্শন করা আছে।

প্রশ্নঃ জসিম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃ তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হলো ‘রাখালী’ (১৯২৭) । তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে – নকশী কাঁথার মাঠ (১৯২৯) , বালুচর (১৯৩০) , ধানক্ষেত (১৯৩১) , সোজনবাদিয়ার ঘাট (১৯৩৩) ,হাসু (১৯৩৮) , মা যে জননী কান্দে (১৯৬৩) ইত্যাদি।