যাদবপুর বিশ্ববিদ্যালয় তুলনামূলক সাহিত্য বিভাগ আন্তর্জাতিক আলোচনাসভা
1 min read
Jadavpur University
যাদবপুর বিশ্ববিদ্যালয় তুলনামূলক সাহিত্য বিভাগ আন্তর্জাতিক আলোচনাসভা।
যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)
তুলনামূলক সাহিত্য বিভাগ
দু’দিনের আন্তর্জাতিক আলোচনাসভা (৩০-৩১ মার্চ, ২০২৩ )
বিবেকানন্দ হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়
গবেষণাপত্রের আহবান
বিষয়- বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি: ফিরে দেখা স্বাধীনতা ও মুক্তি
বঙ্গভঙ্গের ঔপনিবেশিক আয়োজন, দ্বিজাতি তত্ত্বের বিভাজন-বিদ্বেষমূলক অভিজ্ঞতা ও ধর্মভিত্তিক দেশভাগ এবং পশ্চিম পাকিস্তানের সামাজিক-রাজনৈতিক অর্থনৈতিক ভাষাগত অবদমনের পর ভাষাশহীদের মর্মান্তিক অভিজ্ঞতা, বিদ্রোহ আর লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের জন্ম।
আরো পড়ুনঃ Institute of Language Studies and Research & Jadavpur University Admission Ph.D Programme, 2023
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভের কয়েক দশক পরে সাহিত্য-সংস্কৃতি, ধর্মীয়, সামাজিক-রাজনৈতিক নানান ক্ষেত্রে সাম্প্রতিক পরিস্থিতি কেমন সে দেশে!
নতুন শতাব্দীতে দাঁড়িয়ে ‘স্বাধীনতা’ বা ‘মুক্তির ধারণায় কি কোনও পরিবর্তন ঘটেছে? কিংবা আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিসরে বিশেষ কোনও বদল?
ক্ষমতার যে বিকেন্দ্রীকরণের ধারণার ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে, বাংলাদেশের প্রেক্ষিতে মুক্তি ও স্বাধীনতার চেতনার সঙ্গে তার অধুনাতন সম্পর্কটি ঠিক কেমন?
সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের স্বাধিকার ও আত্মপরিচয় নির্মাণ ও স্বীকৃতির সুযোগ যে সময় বিশ্বের নানান প্রান্তে লাঞ্ছিত, তখন বাংলাদেশের প্রেক্ষিতে কী তার অবস্থা? সাহিত্য ও সংস্কৃতির বহুস্বর বয়ানে সময়ান্তরের বাংলাদেশে, স্বাধীনতা’ বা ‘মুক্তি’র ধারণা কীভাবে বিবর্তিত হয়ে ভিন্ন ভিন্ন রূপে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, অনুসন্ধিৎসার অভিমুখ সেদিকেই।
এই অনুষঙ্গে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে কেন্দ্রে রেখে নিচের তালিকার বিষয় গুলিতে মননশীল আলোচনাপরের আহ্বান জানানো হচ্ছে। তালিকা ছাড়াও প্রাসঙ্গিক যে কোনও বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে:
১. নারীর অবস্থান, মুক্তিযুদ্ধে তাঁদের ভূমিকা এবং বহুমাত্রিক হিংসা
২. স্বাধীনতা পরবর্তী কালোবাজারির দৌরাত্ম্য ও খাদ্য সংকট
৩. মানচিত্রের সীমানা পেরিয়ে বাংলা ভাষার ব্যবহার ও বিস্তার
৪. গণমাধ্যমের ভূমিকা এবং মতপ্রকাশের স্বাধীনতা
৫. বাংলাদেশের শিল্পচর্চা এবং তার সমালোচনার গতিপ্রকৃতি
৬. লিঙ্গভিত্তিক হিংসা ও পরিচয়ের রাজনীতি
৭. অনুবাদের রাজনীতি ও বাজারমুখী প্রতিদ্বন্দ্বিতা
৮. উদ্বাস্তু সমস্যা এবং নয়া বন্দোবস্ত
৯. প্রান্তিক জনগোষ্ঠী ও আত্মপরিচিতি
১০. পরিবেশ, উন্নয়ন ও রাষ্ট্রের ভূমিকা
১৯ই মার্চ, ২০২৩ তারিখের মধ্যে শিক্ষার্থী ও গবেষকদের কাছে অনধিক ৩০০ শব্দে নিজের ও প্রতিষ্ঠানের নামসহ উপস্থাপনাপত্রের প্রস্তাবনা পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। প্রস্তাবনা বিবেচিত হলে পূর্ণাঙ্গ গবেষণাপত্র (অনধিক ৩০০০ শব্দ) পাঠাতে হবে ২৮ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে।
উপস্থাপকদের যাতায়াত এবং থাকার ব্যবস্থা নিজদায়িত্বে করতে হবে।
ইউনিকোড বাংলায় (পিডিএফ ফাইল) গবেষণাপত্র পাঠাতে হবে এই ই-মেইল আইডি-তে:
যোগাযোগ: যাদবপুর বিশ্ববিদ্যালয় তুলনামূলক সাহিত্য বিভাগ
সুজিত কুমার মণ্ডল – 8017884827, Sujitk.mondaleejadavpuruniversity.in প্রবুদ্ধ ঘোষ – 9874892569, [email protected]
Official Website: http://www.jaduniv.edu.in/