Harichand Guruchand University & লোকস্বর International Seminar on ‘দেশভাগ : সাহিত্য, সমাজ-সংস্কৃতি, ইতিহাসের প্রেক্ষিতে’।
ONE-DAY INTERNATIONAL SEMINAR
*পরিবর্তিত বিজ্ঞপ্তি
হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে ২৮শে মে ২০২২ ‘দেশভাগ : সাহিত্য, সমাজ-সংস্কৃতি, ইতিহাসের প্রেক্ষিতে
বিষয়ে যে ইন্টারন্যাশনাল সেমিনার হওয়ার কথা ছিল, সেটি অনিবার্য কারণে স্থানান্তরিত হয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে পূর্ব-নির্ধারিত সময়-সূচি অনুসারেই। এই পরিবর্তনের জন্য দুঃখিত ও
মার্জনাপ্রার্থী।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও হরিণঘাটা কলেজের বাংলা বিভাগের যৌথ উদ্যোগে এবং লোকস্বর (ISSN & Peer Reviewed) পত্রিকার আয়োজনে একদিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্র
বিষয়
‘দেশভাগ: সাহিত্য, সমাজ-সংস্কৃতি, ইতিহাসের প্রেক্ষিতে স্থান: কল্যাণী বিশ্ববিদ্যালয়
তারিখ : ২৮শে মে, ২০২২, সময়: 10 AM5PM
অনুষ্ঠান পরিকল্পনা
Honorable Chief Patron
ড. মানস সান্যাল, উপাচার্য, কল্যাণী বিশ্ববিদ্যালয়
Honorable Guests
ড. বাসুদেব বর্মন, প্রাক্তন উপাচার্য, কল্যাণী বিশ্ববিদ্যালয় ড. বরুণকুমার চক্রবর্তী, প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ
Honorable Speakers
অধ্যাপক অলোক ঘোষ, ইতিহাস বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয় ড. শামস আলদীন, অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়
ড. সৌরেন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, বাংলা বিভাগ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
কনভেনার
সম্পাদক, লোকস্বর
ড. মনোজ মণ্ডল
ড. সুকান্ত মুখোপাধ্যায়
সদস্যবৃন্দ—ড. সুভাষ বিশ্বাস, ড. তারকনাথ চট্টোপাধ্যায়, ড. শান্তনু দলাই, প্রদ্যোত বিশ্বাস, ড. আশিস কুমার সাহু, ড.
নবনীতা বসু, ড. নির্মাল্য মণ্ডল, ড. প্রণব বর্মণ।
সঞ্চালনা : ড. গোপা বিশ্বাস / অধ্যাপক রচনা রায়।
হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় ও লোকস্বর (ISSN & Peer Reviewed) পত্রিকার যৌথ উদ্যোগে আয়োজিত একদিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্র
বিষয়:
দেশভাগ : সাহিত্য, সমাজ-সংস্কৃতি, ইতিহাসের প্রেক্ষিতে
স্থান : হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম
তারিখ : ২৮শে মে, ২০২২, সময়: 10AM – 5PM
বক্তা
অধ্যাপক অলোক ঘোষ, ইতিহাস বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়
ড. শামস আলদীন, অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়
ড. সৌরেন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, বাংলা বিভাগ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
অতিথি
ড. বাসুদেব বর্মন, প্রাক্তন উপাচার্য, কল্যাণী বিশ্ববিদ্যালয়
ড. বরুণকুমার চক্রবর্তী, প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ
ড. তপনকুমার বিশ্বাস, উপাচার্য, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়
Harichand Guruchand University & লোকস্বর International Seminar on ‘দেশভাগ : সাহিত্য, সমাজ-সংস্কৃতি, ইতিহাসের প্রেক্ষিতে’
হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় ও লোকস্বর ( ISSN & Peer Reviewed) পত্রিকার যৌথ উদ্যোগে আয়োজিত একদিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্র
স্থান : পি.আর ঠাকুর গভর্নমেন্ট কলেজ, ঠাকুরনগর
Date: 28th MAY 2022
Time: 10 AM To 5 PM
‘দেশভাগ: সাহিত্য, সমাজ-সংস্কৃতি, ইতিহাসের প্রেক্ষিতে’
সেমিনার সংক্রান্ত তথ্যাবলী
পেপার প্রেজেন্টেশন-রেজিস্ট্রেশন ফিজ:
শিক্ষক-চাকরিজীবী—৭০০ টাকা, :
স্টুডেন্ট ও রিসার্চ স্কলার– ৫০০ টাকা
শুধুমাত্র অংশগ্রহণ-সার্টিফিকেটের (Participation) জন্য : ৩০০ টাকা
পেপার প্রেজেন্টেশন ও লেখা সংক্রান্ত তথ্যাবলী
১। সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে পিডিএফ ফরমাটে সংক্ষিপ্তসার (abstract) দিতে হবে।
২। যাঁরা আড়াই হাজার (২৫০০) শব্দের মধ্যে পূর্ণাঙ্গ পেপার ৮ই মে’র মধ্যে অভ্র/ইউনিকোডে টাইপ করে পাঠাবেন, তাঁদের লেখা রিভিউ কমিটির অনুমোদন সাপেক্ষে আমাদের ‘লোকস্বর’ জার্নালে প্রকাশ করে, ২৮শে মে সেমিনারের দিন হাতে তুলে দেওয়া হবে (শর্ত—পত্রিকাটি কিনে নিতে হবে)।
৩। প্রবন্ধ পাঠাবেন UGC-র নিয়ম অনুসরণ করে—
ক) শিরোনাম
খ) লেখক-নাম (ডেজিগনেশন-ফোন নম্বরসহ)
গ) সংক্ষিপ্তসার
ঘ) সূচক শব্দ (key word)
ঙ) মূল আলোচনা
5) শেষে : এই ক্রমানুসারে
রেজিস্ট্রেশনের জন্য
তথ্যসূত্র
লেখকনাম+পদবি+গ্রন্থনাম+প্রকাশক+প্রকাশকাল(+পৃষ্ঠা)।
সেমিনার এবং প্রবন্ধ বিষয়ে অনুসন্ধানের জন্য হোয়াটসঅ্যাপ করুন—
প্রদ্যোত বিশ্বাস–9046777445 / তারকনাথ চট্টোপাধ্যায়–8100040640/
মনোজ মণ্ডল-9339590771 / সুকান্ত মুখোপাধ্যায় – 9830432239 আশিস কুমার সাহু–8967747257 / শান্তনু দলাই–9932607395