◼বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। যেকোন পরীক্ষার উপযোগী _
➡ ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় বলে➖ বর্ণ
➡ ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ ➖ ষট্ + ঋতু
➡ অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত ➖ বিপরীত
➡ ইচ্ছা শব্দের বিশেষণ ➖ঐচ্ছিক
➡ নিশীথ রাতে বাজছে বাঁশী। নিশীথ ➖ বিশেষণ
➡ যা বলা হয়নি ➖ অনুক্ত
➡ অক্ষির সমীপে ➖ সমক্ষ
➡ পুষ্প এন সমার্থক নয় ➖ অবনী
➡ গোঁফ খেজুরে বাগধারার অর্থ ➖ নিতান্ত অলস
➡ রাবনের চিতা ➖ চির অশান্তি
➡ হনন করার ইচ্ছা ➖ জিঘাংসা
➡ শুদ্ধ বানান ➖ কৃষিজীবী
➡ আভরন শব্দের অর্থ ➖ অলংকার
➡ কোর্মা ➖ তুর্কি শব্দ
➡ তদ্ভব শব্দ ➖ চাঁদ
➡ অপলাপ শব্দের অর্থ ➖ অস্বীকার
➡ প্রত্যয়গতভাবে শুদ্ধ ➖ উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা,
➡ পুণ্যে মতি হোক। পুণ্যে ➖ বিশেষ্য রুপে ব্যবহৃত
➡ সমাস ভাষাকে ➖ সংক্ষেপ করে
➡ তিনি দরিদ্র কিন্তু খুব উদার ➖ যৌগিক বাক্য
➡ যে ব্যক্তির দুহাত সমান চলে ➖ সব্যসাচী
➡ সূর্য এর প্রতিশব্দ ➖ আদিত্য
➡ সৌভাগ্যের বিষয় ➖একাদশে বৃহষ্পতি
➡ পদ বলতে বোঝায় ➖ বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
➡ হাতের পাঁচ অর্থ ➖ শেষ সম্বল
➡ সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এখানে সুন্দর ➖ বিশেষ্য
➡ তুমি না বলেছিলে আগামীকাল আসবে?? এখানে না ➖ হ্যাঁ বাচক
➡ যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম ➖ মিশ্র বাক্য
➡ উপসর্গ ➖ অতি
➡ যে সমাসের পূর্ব পদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে➖ দ্বিগু সমাস
➡ প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন ➖ অশোক মুখোপাধ্যায়
➡ নিরানব্বইয়ের ধাক্কা ➖সঞ্চয়ের প্রবৃত্তি
➡ কষ্টে অতিক্রম করা যায় না যা ➖দুরতিক্রম্য
➡ উৎকর্ষতা যে কারনে অশুদ্ধ ➖ প্রত্যয়জনিত কারনে
➡ ক্রিয়াপদ ➖ সব সময়ে বাক্যে থাকবে
➡ আহোরণ শব্দের বিপরীত ➖ অবরোহন
➡ ছাই চাপা আগুন যে অর্থ প্রকাশ করে ➖অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন
➡ যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে ➖অবিমৃষ্যকারী
➡ চৌ হদ্দি ➖ ফারসি+ আরবি
➡ সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দিব কোথা। বাক্যে ঔষধ ➖ কর্মে শূন্য
➡সন্ধি ব্যাকরণের যে অংশে আলোচিত হয় ➖ধ্বনিতত্ত্ব
➡প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ ➖ প্রাতঃ+ আশ
➡বিড়ালের আড়াই পা বাগধারার অর্থ ➖বেহায়াপন৷
➡পশ্চাতে জন্মেছে যে ➖অনুজ
হরতাল ➖ গুজরাটি শব্দ
➡ শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ ➖শীত+ঋত
➡কুলি শব্দের স্ত্রী বাচক ➖ কামিন
➡তুষার শুভ্র ➖ উপমান কর্মধারয় সমাস
➡শৈত্য শব্দের বিশেষণ পদ ➖ শীতার্ত
➡ যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে ➖ জটিল বাক্য