Bivash Vlog

Find Your Dream Jobs

Bangladesh University of Engineering and Technology (BUET) Recruitment Technical & Non-Technical Posts

2 min read
Bangladesh University of Engineering and Technology (BUET) Recruitment Technical & Non-Technical Posts

Bangladesh University of Engineering and Technology (BUET) Recruitment Technical & Non-Technical Posts

Bangladesh University of Engineering and Technology (BUET) Recruitment Technical & Non-Technical Posts.

About Bangladesh University of Engineering and Technology (BUET)

Bangladesh University of Engineering and Technology (BUET) is a public university in Bangladesh that specializes in engineering and technology education. It is one of the oldest and most prestigious universities in the country, with a history dating back to 1912.

BUET offers undergraduate and postgraduate degrees in various engineering and technology disciplines, including civil engineering, mechanical engineering, electrical and electronic engineering, computer science and engineering, chemical engineering, and architecture, among others.

The university has a highly qualified faculty and a rigorous curriculum designed to prepare students for careers in industry, academia, and research. BUET also has a strong emphasis on research and innovation, and its faculty members and students are engaged in cutting-edge research in various fields.

BUET has a beautiful campus in the heart of Dhaka, the capital city of Bangladesh, with state-of-the-art facilities and resources for students and faculty. The university has a vibrant student community, with numerous clubs and organizations for students to get involved in extracurricular activities and explore their interests outside of the classroom.

Overall, BUET is a top-notch institution for engineering and technology education in Bangladesh and the region, and it has produced many successful graduates who have gone on to make significant contributions to the development of the country and the world.

এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস/বিভাগের নিম্নবর্ণিত পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়োগ বিজ্ঞপ্তিঃ নন-টেকনিক্যাল পদ [আবেদনের শেষ তারিখঃ ২১-০৩-২০২৩]

নিয়োগ বিজ্ঞপ্তিঃ টেকনিক্যাল পদ [আবেদনের শেষ তারিখঃ ২১-০৩-২০২৩]

টেকনিক্যাল পদ নিয়োগ বিজ্ঞপ্তিঃ Bangladesh University of Engineering and Technology

এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস/বিভাগের নিম্নবর্ণিত পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

টেকনিক্যাল পদ

৬৪ ১২৫০০-৩০২৩০/- বেতন স্কেলে “ড্রাফটসম্যান” প্রধান প্রকৌশলীর কার্যালয়ের ১টি স্থায়ী পদ প্রার্থীকে বি.এসসি পাশ হতে হবে এবং সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান কাম ক্যাড বিষয়ে (Auto Cad, 3D Studio Max, Lumion, SkechUp Revit ইত্যাদি) প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।

অথবা এইচ.এস.সি পাশসহ ভোকেশনাল ইন ড্রাফটিং এ সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন এবং কোন খ্যাতিমান প্রতিষ্ঠানে ড্রাফটসম্যান পদে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং তৎসহ Auto Cad, 3D Studio Max, Lumion, SkechUp Revit ইত্যাদিতে দক্ষতা থাকতে হবে।

২। ৮: ১২৫০০-৩০২৩০/- বেতন স্কেলে “ড্রাফটসম্যান কাম ক্যাড অপারেটর” প্রধান প্রকৌশলীর কার্যালয়ের ১টি স্থায়ী পদ ৪ প্রার্থীকে Bangladesh Technical Education Board Diploma in Civil Engineering Architecture of সম্পন্ন এবং কোন খ্যাতিমান প্রতিষ্ঠানে ড্রাফটসম্যান বা সমমান পদে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং তৎসহ Auto Cad, Lumion, SkechUp ইত্যাদিতে দক্ষতা থাকতে হবে।

৬ ১২৫০০-৩০২৩০/- বেতন স্কেলে “ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান” ডিএইআরএস অধীন কেন্দ্রীয় ইন্সট্রুমেন্ট ওয়ার্ক শপের ৩টি এবং মেশিন শপের ৩টি স্থায়ী পদ : প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে ৪ (চার) বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে বি.এস.সি. পাশ হতে হবে এবং সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।

অথবা সংশ্লিষ্ট বিষয়ে এইচ. এস. সি. ভোকেশনাল/বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় পাশসহ সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ২(দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স সম্পন্ন এবং কোন খ্যাতনামা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট যন্ত্রপাতি (ল্যাব ইকুইপমেন্টস/ইলেকট্রো মেকানিক্যাল যন্ত্রপাতি/প্রজেক্টর/কম্পিউটার এক্সেসরিজ মেরামত ও ইন্সটলেশন ইত্যাদি) মেরামতের কাজে কমপক্ষে ৫(পাঁচ) বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

[বিঃ দ্রঃ প্রার্থীর শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়। “অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোন একটি স্তরে শিক্ষাগত যোগ্যতা (বিভাগ/শ্রেণী) শিথিলযোগ্য। তবে ১১/০৫/২০১৫ তারিখের পরে যারা এই বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হয়েছেন এবং | ডিগ্রী অর্জন করেছেন তাদের ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে না। ”

Read More: 21 February, Bangladesh 2023| International Mother Language Day | United Nations

অনলাইনে https://recruitment.buet.ac.bd/ সাইটের মাধ্যমে প্রতিটি পদের জন্য অফিস/বিভাগ অনুযায়ী আলাদা আলাদা আবেদন করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ও আবেদনের ফি অনলাইনের মাধ্যমে পরিশোধের প্রক্রিয়া সাইটের *Application Guideline” মেনুতে বর্ণনা করা হয়েছে।

প্রতিটি পদের জন্য ৮ঃ ৩০০/- (তিনশত) টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদনে উল্লেখিত তথ্যে অসম্পূর্ণতা পাওয়া গেলে অথবা আবেদনের সাথে আপলোডকৃত সার্টিফিকেট/মার্কশীটের কপিসমূহে মূলকপি যাচাইকালে কোন অসঙ্গতি/অসত্য/ভুল তথ্য পাওয়া গেলে আবেদনকারীর প্রার্থীতা বাতিলযোগ্য বলে গণ্য হবে।

তাছাড়া অসত্য/ভুল তথ্য প্রদানকারী প্রার্থী পরবর্তী পাঁচ বছর বুয়েটের কোন চাকুরীর জন্য আবেদন করলে তা বিবেচিত হবে না। কর্তৃপক্ষ কোন কারণ ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া গ্রহণ/বাতিল/পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।

নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় ই-মেইল ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আবেদনকারী তার Admit Card সাইট থেকে ডাউনলোড করতে পারবে।

আবেদন সংশ্লিষ্টে কোন তথ্যের প্রয়োজন হলে [email protected] এ ই-মেইল করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তি বুয়েটের ওয়েবসাইট (www.buet.ac.bd/regoffice)-এ প্রকাশ করা হবে।

অনলাইনে আবেদনপত্র ও ফি জমাদানের শেষ তারিখ : ২১/০৩/২০২৩

নন-টেকনিক্যাল পদ নিয়োগ বিজ্ঞপ্তি : Bangladesh University of Engineering and Technology

উঃ ১১০০০-২৬৫৯০/- বেতন স্কেলে “পি.এ”, ডিএইআরএস অফিসের ১টি স্থায়ী পদ : প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রীসহ সর্টহ্যান্ড-এ বাংলায় ৫০ এবং ইংরেজীতে ৮০ শব্দ এবং কম্পিউটার কম্পোজ-এ বাংলায় ৩০টি ও ইংরেজীতে ৪৫টি শব্দ-এর গতি সম্পন্ন এবং ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজ-এ অভিজ্ঞতা থাকতে হবে। গোপনীয়ভাবে অফিসের কাজকর্ম করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা যেতে পারে।

উঃ ১১০০০-২৬৫৯০/- বেতন স্কেলে “লাইব্রেরী এসিস্ট্যান্ট কাম ডকুমেন্টেশন এসিস্ট্যান্ট”, কেন্দ্রীয় লাইব্রেরী এর ২টি স্থায়ী পদ : প্রার্থীকে স্নাতক ডিগ্রী এবং কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমাধারী হতে হবে। কম্পিউটারে MS Words MS Excel-এ দক্ষতা থাকতে হবে ।

উঃ ৮২৫০-২০০১০/- বেতন স্কেলে “এম.এল.এস.এস”, ডিএইআরএস অফিসের ১টি স্থায়ী পদ, ইনস্টিটিউট অব এনার্জি এন্ড সাসটেইনএবেল ডিভেলপমেন্ট-এর ১টি স্থায়ী পদ, রেজিস্ট্রার অফিসের ২টি স্থায়ী পদ, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল অনুষদের ১টি স্থায়ী পদ, পি.এম.আর.ই. বিভাগের ল্যাবঃ এটেনডেন্ট পদের বিপরীতে এম.এল.এস.এস. এর ১টি স্থায়ী পদ, আইআইসিটি-এর ১টি স্থায়ী পদ, উপাচার্য অফিসের ১টি স্থায়ী পদ, ইউ.আর.পি বিভাগ এর ১টি স্থায়ী পদ, ছাত্রকল্যাণ পরিদপ্তরের অধীন শারীরিক শিক্ষা বিভাগ এর ২টি স্থায়ী পদ, প্রধান প্রকৌশলীর কার্যালয়ের ১টি স্থায়ী পদ : প্রার্থীকে এস.এস.সি/সমমানের পরীক্ষায় পাশসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

Read More: বিখ্যাত উক্তি

বি: দ্র: প্রার্থীর শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়। “অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোন একটি স্তরে | শিক্ষাগত যোগ্যতা (বিভাগ/শ্রেণী) শিথিলযোগ্য। তবে ১১/০৫/২০১৫ তারিখের পরে যারা এই বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হয়েছেন এবং ডিগ্রী অর্জন করেছেন তাদের ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে না।”

অনলাইনে https://recruitment.buet.ac.bd/ সাইটের মাধ্যমে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ও আবেদনের ফি অনলাইনের মাধ্যমে পরিশোধের প্রক্রিয়া সাইটের “Application Guideline ” মেনুতে বর্ণনা করা হয়েছে। ক্রমিক নং ১ ও ২ এর প্রতিটি পদের জন্য ৮৪ ৩০০/- (তিনশত) টাকা এবং ৩ নং ক্রমিক এর পদের জন্য ৮ঃ ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনে উল্লেখিত তথ্যে অসম্পূর্ণতা পাওয়া গেলে অথবা আবেদনের সাথে আপলোডকৃত সার্টিফিকেট/মার্কশীটের কপিসমূহে মূলকপি যাচাইকালে কোন অসঙ্গতি/অসত্য/ভুল তথ্য পাওয়া গেলে আবেদনকারীর প্রার্থীতা বাতিলযোগ্য বলে গণ্য হবে। তাছাড়া অসত্য/ভুল তথ্য প্রদানকারী প্রার্থী পরবর্তী পাঁচ বছর বুয়েটের কোন চাকুরীর জন্য আবেদন করলে তা বিবেচিত হবে না।

কর্তৃপক্ষ কোন কারণ ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া গ্রহণ/বাতিল/পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় ই-মেইল ও এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। আবেদনকারী তার Admit Card সাইট থেকে ডাউনলোড করতে পারবে।

আবেদন সংশ্লিষ্টে কোন তথ্যের প্রয়োজন হলে [email protected] এ ই-মেইল করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তি বুয়েটের ওয়েবসাইট (www.buet.ac.bd/regoffice)-এ প্রকাশ করা হবে।

অনলাইনে আবেদনপত্র ও ফি জমাদানের শেষ তারিখ : ২১/০৩/২০২৩