বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (caab) এর লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ – ০৮/১১
পরীক্ষার তারিখঃ ৮ নভেম্বর ২০২৪
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ – Office Assistant Cum-Computer Typist পদে লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা। নব নিয়োগ শাখা, প্রশাসন বিভাগ www.caab.gov.bd
নং-৩০,৩১,০০০০,২১১.০১.০৩৬.২২ (৯ম নথি)- ২৫২১(৪) www.prebd.com
তারিখ: ৩০ অক্টোবর ২০২৪
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) লিখিত পরীক্ষার সময়সূচী বিজ্ঞপ্তি
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৮ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পদসমূহে এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে লিখিত পরীক্ষার সময়সূচি অবগতির জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ইতোমধ্যে SMS প্রদান করা হয়েছে।
২,০ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অবশ্যই সংগে আনতে হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি নিম্নরূপ:
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) লিখিত পরীক্ষার সময়সূচী বিজ্ঞপ্তি সময়সূচি
নিম্নবর্ণিত পদে লিখিত পরীক্ষার সময়সূচি:
ক্রমিক নং | পোস্ট কোড | পদের নাম | রোল নম্বর | প্রার্থীর সংখ্যা | লিখিত পরীক্ষার তারিখ ও সময় | লিখিত পরীক্ষার কেন্দ্র |
---|---|---|---|---|---|---|
১ | 158 | Office Assistant Cum- Computer Typist | 158000010 হতে 158024491 | ২৪৭৬ | ০৮ নভেম্বর ২০২৪, শুক্রবার সকাল ১০.৩০ টা হতে ১২.০০ টা | সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কাওলার, কুর্মিটোলা, ঢাকা। |
মোট | =২৪৭৬ |
৩.০ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবশ্যিকভাবে
(ক) প্রবেশপত্র,
(খ) অনলাইন আবেদনের ডাউনলোড কপি,
(গ) শিক্ষাগত যোগ্যতার মূল সনদ,
(ঘ) একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশীট),
(ঙ) মূল নাগরিকত্ব সনদপত্র,
(চ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ
(ছ) মুক্তিযোদ্ধা সনদপত্র এর মূলকপি,
(জ) এতিম ও প্রতিবন্ধির মূল সনদপত্র,
(ঝ) আনসার ও ভিডিপি’র মূল সনদপত্র এবং
(ঞ) উপজাতি কোটা সংক্রান্ত মূল সনদপত্র (ছ হতে ঞ এর ক্ষেত্রে প্রযোজ্যতা বিবেচনায়) সঙ্গে আনতে হবে। এছাড়া, নবম বা তদুর্ধ্ব গ্রেডের কর্মচারী কর্তৃক সকল প্রকার সনদ/কাগজ-পত্রের সত্যায়িত ১ সেট ফটোকপি (প্রবেশপত্র ও অনলাইন আবেদনের ডাউনলোড কপিসহ) মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
8,0 মৌখিক পরীক্ষার সময় নির্বাচিত প্রার্থীদেরকে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত তারিখ ও সময় কোনো প্রার্থী উপস্থিত না হলে তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ বা অন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।