পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা কৃষকবন্ধুদের

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা কৃষকবন্ধুদের, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার

কৃষকের সাথে কৃষকের পাশে পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের

অনুপ্রেরণায়

সারাবছর অক্লান্ত পরিশ্রম করে মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া অন্নদাতা কৃষকবন্ধুদের রাজ্যবাসীর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।

কৃষক দিবসের শুভেচ্ছা

১৪ মার্চ ২০২৫

কৃষকদরদি পশ্চিমবঙ্গ সরকার, কৃষির সার্বিক উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, সেই অঙ্গীকার বাস্তবায়নে

১. কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে আর্থিক সহায়তা দ্বিগুণ করে বছরে ১০০০০/-টাকা দেওয়া হয়, ন্যূনতম ৪০০০/-। এই টাকা দুই কিস্তিতে, খরিফ আর রবি মরশুমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়

২. ২০১৯ থেকে এই পর্যন্ত মোট ২৪০৮৪ কোটি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে। উপকৃত মোট এক কোটি আট লক্ষের বেশি নথিভুক্ত ভাগচাষি-সহ কৃষক

৩. ১৮ থেকে ৬০ বছর বয়সি কর্মরত যে-কোনো কৃষকমৃত্যুতে এককালীন ২ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়

৪. অদ্যাবধি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার-এর বেশি কৃষক পরিবারকে ২৭০৭ কোটি টাকা কৃষকবন্ধু (মৃত্যুজনিত সহায়তা) প্রদান করা হয়েছে

৫. কৃষকদের বিপর্যয়ে রক্ষাকবচ, বাংলা শস্য বিমা যোজনায় নেই কোনো খরচ। প্রিমিয়াম-এর পুরো খরচ রাজ্য সরকার দেয়, চাষিদের যে-কোনো ফসলের বিমা বাবদ কিছুই দিতে হয় না

৬. আলু ও আখ চাষিদের ও কোনও প্রিমিয়াম দিতে হয় না, পুরো খরচ রাজ্য সরকার বহন করে

৭. ২০১৯ থেকে ১১২ লক্ষ কৃষক ৩৫৬৪ কোটির বেশি বাংলা শস্য বিমার ক্ষতিপূরণ পেয়েছেন

৮. রাজ্য সরকার আধুনিক প্রযুক্তিতে চাষে উৎসাহিত করার জন্য কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে এ পর্যন্ত ৫.৫২ লক্ষেরও বেশি কৃষিযন্ত্র কৃষকদের মধ্যে বিতরণ করেছে এবং যার ভরতুকি সহায়তার পরিমাণ ১০২৭ কোটি টাকার বেশি

৯. সরকারি সাহায্যে ২২৭৮টি কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র এই রাজ্যের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা ও গ্রামের যুবকদের স্বরোজগারের সুযোগ সৃষ্টি করেছে

১০. ফসলের অভাবী বিক্রি রোধে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল সংগ্রহের জন্য রাজ্য সরকার ধান ক্রয় করছে, এই বছরের লক্ষ্যমাত্রা ৭০ লক্ষ মেট্রিক টন, এ ছাড়া প্রয়োজন মত অন্যান্য ফসলের ন্যায্য মূল্যে ক্রয়ের ব্যবস্থাও করা হচ্ছে

বিভিন্ন কৃষি ও কৃষকবান্ধব প্রকল্প ও পরিষেবা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সদাসর্বদা কৃষকের পাশে